ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৯ পিচ ইয়াবা ও ৩ পিচ নীল টেবলেটসহ হাতে নাতে ৫ যুবকে আট করেছে হরিপুর থানা পুলিশ । আটকরা হলো হরিপুর উপজেলা সদর হাড়িপাড়া গ্রামের জয় কুমার দাসের ছেলে কিষান কুমার দাস (২৭) উপজেলার রাবেয়া মোড় শান্তির নীড় পাড়ার মুকুল ইসলামের ছেলে অনি ইসলাম ( ১৯) হাড়িপাড়া গ্রামের সোনারদি মন্ডল ছেলে সাগর ইসলাম (২৫) রাবেয়া মোড় শান্তির নীড় পাড়ার হোসেন আলীর ছেলে সাগর আলী (১৮ ) রানীশংকৈল উপজেলার মধ্য ডান্ডারা গ্রামের ইমরান আলী ছেলে আলতাফ হোসেন ( ২০ ) ।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় হরিপুর উপজেলার সদরে হাড়িপাড়া গ্রামে জয় কুমারের বাড়িতে ।
হরিপুর থানার অফিসার ইনর্চাজ আওরঙ্গবেজ বলেন হরিপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান চলছে । গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই বুলুর নেতৃত্বে সঙ্গীও পুলিশ নিয়ে উপজেলার সদরে হাড়িপাড়া গ্রামে জয় কুমারের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ পিচ ইয়াবা ও ৩ পিচ নীল টেবলেটসহ হাতে নাতে ৫ জনকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হবে।
#চলনবিলের আলো / আপন