বাংলাদেশি কোম্পানি মেসার্স লেবেল মেকারস লিমিটেড ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় ১১.৪ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস এক্সেসরিজ কারখানা স্থাপন করতে যাচ্ছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি-এর উপস্থিতিতে বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স লেবেল মেকারস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেপজার সদস্য (প্রকৌশল ও বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ফারুক আলম এবং মেসার্স লেবেল মেকারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঢাকা রফতানি প্রক্রিয়াকরণে ১১ লাখ মার্কিন ডলার বিনিয়োগ
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ আগস্ট, ২০২১