পাবনায় অপহরণ ও ধর্ষণ মামলায় পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। গ্রেপ্তারকৃত হলেন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের আক্কাস আলী (৪৭), তার ছেলে আশরাফুল আলম (২২)। তাদের বিরুদ্ধে গত বুধবার ১১ আগষ্ট-২১ আটঘরিয়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়।
ঘটনার বিবরণে জানা গেছে, নবম শ্রেনীর এক ছাত্রীকে গ্রেপ্তারকৃত আশরাফুল আলম বিভিন্ন সময়ে উত্যক্ত ও কু-প্রস্তাব দিত। গত ৩ আগষ্ট সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ী ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে একাধীকবার জোরপূর্বক আশরাফুল আলম ধর্ষণ করে। এ ঘটনাটি অন্য কাউকে বললে সে তার পরিবারের বড় ধরণের ক্ষতি করবে বলে হুমকি দেয়। গত ১১ আগষ্ট বুধবার ওই ছাত্রীর মা বাদী হয়ে আটঘরিয়া থানায় মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে র্যাবের একটি দল পয়দা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
#চলনবিলের আলো / আপন