মহানগরীর কাউনিয়া থানা পুলিশের অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. ইব্রাহীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে থানার ওসি আজিমুল করিম ও পরিদর্শক (তদন্ত) ছগির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কাউনিয়া হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় লক্ষীপুর সদর থানার নাসির নগর গ্রামের তোফায়েল ফকিরের পুত্র মাদক ব্যবসায়ী ইউসুফ ফকির (৪১) এবং সন্দীপ থানার হরিসপুর গ্রামের মৃত বাবু মিয়ার পুত্র মামুন মিয়াকে (৩৫) আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে তিন হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এছাড়া তাদের কাছ থেকে মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন