সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাবনায় সাংবাদিক আসাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিএমএসএফের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ আগস্ট, ২০২১

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটি’র সাবেক রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে সাবেক এমপি আজিজুল হক আরজু কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিএমএসএফ পাবনা জেলা শাখা’র উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বুধবার (১১ আগস্ট) বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 

বিএমএসএফ পাবনা জেলা শাখার সভাপতি ও দৈনিক খবর বাংলা’র সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এনটিভি ও সমকালের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি বীর মুক্তযোদ্ধা আবদুল জববার, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজ’র পরিচালক মাসুদুর রহমান মিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক তৃতীয়মাত্রার ভাঙ্গুড়া প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দিন, বিএমএসএফ পাবনা জেলা শাখা’র সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, রিপোটার্স ইউনিটি পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বিষয়ক আইন সহায়তা সংস্থা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম, বিএমএসএফ জেলা শাখা’র প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিক আল কামাল, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভি জয়, সাঁথিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আশিক ইকবাল রাসেল, বাংলদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক ও হান্ডিয়াল প্রেসক্লাবের সভাপতি  ও বিএমএসএফ চাটমোহর শাখা’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি প্রমূখ। [১]

বক্তাগণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। গণমাধ্যকর্মীদের স্বাধীন মত প্রকাশের বাধা প্রদানকারী ডিজিটাল নিরাপত্তা কালো আইন বাতিলের দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, রিপোটার্স ইউনিটি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জনকন্ঠের জেলা প্রতিনিধি কৃষ্ণ ভৌমিক, জাতীয় সাংবাদিক সংস্থা পাবনা জেলার শাখার সভাপতি নাহিদ মিঠুন, মিডিয়া এ্যাসোসিয়েন পাবনার সভাপতি সুমন আলী, বিএমএসএফ জেলা শাখার সহ-সভাপতি শেখ সালাউদ্দিন ফিরোজ, কোষাক্ষ্য সম্পাদক ও দৈনিক আজকালের খবরের ভাঙ্গুড়া প্রতিনিধি অধ্যক্ষ আবুল হাসান সিদ্দিকী হেলাল, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, প্রেসক্লাব সদস্য আব্দুল কুদ্দুস চাঁদু, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএমএসএফ জেলা শাখা’র প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, সাঁথিয়া প্রেসক্লাবের সদস্য আব্দুল হাই, বিএমএসএফ সাথিয়ার সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বিএমএসএফ জেলা শাখা’র সহ-প্রচার ও ভাঙ্গুড়া’র সাধারণ সম্পাদক এবং দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোঃ মানিক হোসেন,ভাঙ্গুড়া প্রেসক্লাবের ও বিএমএসএফ ভাঙ্গুড়া শাখা’র সাংগঠনিক এবং বাংলাদেশ সময়ের প্রতিনিধি রায়হান আলী, বিএমএসএফ জেলা শাখা’র  দপ্তর সম্পাদক ও দৈনিক বিসনেস বাংলাদেশের ভাঙ্গুড়া প্রতিনিধি মিনু রহমান খান, বিএমএসএফ ভাঙ্গুড়া শাখা’র দপ্তর সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন, ঢাকা পোস্ট’র প্রতিনিধি রাকিব হাসান, কালবেলা জেলা প্রতিনিধি মামুন হোসেন, বিএসএসএফ জেলা শাখার সদস্য আরিফ খান, হৃদয় হোসেন, রফিকুল ইসলাম সান শতাধিক গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

এছাড়াও মানবন্ধনে বাংলদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সেচ্চামূলক সংগঠনের সদস্যরা একত্বতা প্রকাশ করে মানবন্ধনে অংশ গ্রহণ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।