চাটমোহর (পাবনা) থানা মোড় আম তলা প্রাঙ্গনে মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১ টায় চাটমোহর প্রেসক্লাব ও চাটমোহরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে চাটমোহ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিলের সম্পাদক রকিবুর রহমান টুকনের সভাপতিত্বে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও সময় টিভির পাবনা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল পাবনা মেইল ২৪.কম এর সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা ২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন পরিচালনা করেন দৈনিক আমাদের বড়ালের প্রকাশক ও সম্পাদক হেলালুর রহমান জুয়েল।
বক্তব্য রাখেন, চাটমোহর রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক এবং প্রকাশক ও সম্পাদক সময় সংবাদ বিডি শেখ সালাউদ্দিন ফিরোজ, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্চিত সাহা কিংসুক সহ চাটমোহরে কর্মরত সাংবাদিক বৃন্দ।
সাংবাদিকবৃন্দ নির্ভীক সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে নি:শর্তে এ হয়রানীমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ৯ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে পাবনা ২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু এ মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
চাটমোহর প্রেসক্লাব ও চাটমোহরে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১