পাবনার সাঁথিয়া উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ রবিবার (৮ আগস্ট) সাঁথিয়া উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার এস,এম, জামাল আহমেদ এর সভাপতিত্বে, সাঁথিয়া উপজেলা হলরুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মো:আব্দুল্লাহ আল- মাহমুদ দেলোয়ার ,বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শিলা ,মো :হাসান আলী ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্হিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জীবন ও আর্দশ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে ৭জন নারীকে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি।
#চলনবিলের আলো / আপন