সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে সিরাজগন্জের চৌহালীতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে সকালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, সেলাইমেশিন বিতরণ ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে ইউএনওর কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহিদ -আল হাসান ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন।
এতে আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন ওসি রফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুুল আক্তার,সহ-সভাপতি হাবিবুর রহমান, রমজান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা শামিম জাহিদ তালুকদার প্রমুুখ। পরে আওয়ামীলীগ কার্য়লয় দলীয় নেতা- কর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
#চলনবিলের আলো / আপন