শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছয়বারের চ্যাম্পিয়ন ম্যানসিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জয়ের স্বাদ পেল লেস্টার

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ আগস্ট, ২০২১

ধারাবাহিকতার অভাবে গত মৌসুমে সেরা চারে থেকে লীগ শেষ করতে পারেনি লেস্টার সিটি। পাঁচ নম্বরে থাকায় লেস্টার এই মৌসুমে খেলবে ইউরোপা লীগে। উত্থান-পতনের মধ্যেও গত মৌসুমে এফএ কাপ জেতে লেস্টার। চেলসিকে হারিয়ে প্রথমবার তারা স্বাদ পায় এফএ কাপ জয়ের। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আরেকটি শিরোপা জয়ের উল্লাসে ভাসলো লেস্টার। শনিবার রাতে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতল ব্রেন্ডন রজার্সের দল।
ইংলিশ প্রিমিয়ার লীগ ও এফএ কাপ জয়ী দলের মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই। ছয়বারের চ্যাম্পিয়ন ম্যানসিটিকে হারিয়ে ৫০ বছর পর কমিউনিটি শিল্ড জয়ের স্বাদ পেল লেস্টার। শেষবার তারা এই শিরোপা জিতেছিল ১৯৭১ সালে।
ওয়েম্বলিতে সিটিজেনদের স্কোয়াডে ছিল না গুরুত্বপূর্ণ ফুটবলারদের কয়েকজন।
কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন ও রাহিম স্টার্লিং ইউরো চ্যাম্পিয়নশিপে ইনজুরিতে পড়ে এখনো সেরে ওঠেননি। পেপ গার্দিওলা তাই মাঠে নামান তিন টিনএজ তারকা- কোল পালমের, স্যাম এদোজিয়ে ও বেন নাইটকে। ১৮ বছর বয়সী এদোজিয়ে তিন প্রীতি ম্যাচে গোল করলেও লেস্টারের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি। ইলকাই গিন্দোয়ান, ফার্নান্দিনহোরা মাঝমাঠে আলো ছড়ালেও আক্রমণভাগের ব্যর্থতায় গোলের দেখা পায়নি সিটি। বিরতির পর গার্দিওলা অভিষেক করিয়ে দেন জ্যাক গ্রিলিশকে। বৃটিশ রেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে সিটিতে আসা ইংলিশ মিডফিল্ডার মাঠে ছিলেন শেষ ২৫ মিনিট। অভিষেকে চমক দেখাতে পারেননি গ্রিলিশ। ম্যাচ গড়াচ্ছিল অতিরিক্ত সময়ে। তবে ৮৯তম মিনিটে কেলেচি ইহেনাচোকে ডিবক্সে ফাউল করে বসেন সিটি ডিফেন্ডার নাথান আকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে প্রতিবাদ জানান দুই সিটিজেন তারকা ফার্নান্দিনহো ও রুবেন দিয়াস। দু’জনকেই হলুদ কার্ড দেখান রেফারি। সফল স্পটকিক থেকে লেস্টারকে এগিয়ে দেন ইহেনাচো। ২৪ বছর বয়সী এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের গোলেই শিরোপা জিতে মৌসুম শুরু করে লেস্টার।
লেস্টারের বিপক্ষে মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই সিটিজেনরা ভুগেছে এক গোল স্কোরারের অভাবে। ক্লাবের রেকর্ড ২৬০ গোল করা সার্জিও আগুয়েরোর সঙ্গে চুক্তি নবায়ন করেনি সিটি। তিনি নাম লিখিয়েছেন বার্সেলোনায়। টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে এখনো দলে ভেড়াতে পারেনি সিটি। পরীক্ষিত স্ট্রাইকার দলে ভেড়াতে না পারলে এবারের মৌসুমে ভুগতে হবে সিটিজেনদের।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।