বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত কোভিড-১৯ করোনা ভাইরাস রোধে গনটিকা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদে শনিবার (৭ আগষ্ট) সকাল ৯ ঘটিকায় গণটিকা কার্যক্রম শুরু করা হয়। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে এ গণটিকা কার্যক্রম। তারই ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উল্লাপাড়া ১৪টি ইউনিয়নে টিকা দেওয়া হবে। উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের সার্বিক সহযোগীতায় গণটিকা প্রদান করা হয়। প্রত্যান্ত অঞ্চলের সাধারন মানুষের মাঝে সঠিক ভাবে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান প্রমুখ।
#চলনবিলের আলো / আপন