সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় করোনার গণটিকা পাবেন ৩ হাজার মানুষ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল শনিবার পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়া হবে। এদিন উপজেলার ৫ টি ইউনিয়নের ১৫ টি কেন্দ্রে ৩ হাজার মানুষকে টিকা প্রদান করা হবে। আজ (৬ আগস্ট ) ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম । তিনি জানান, ভ্যাকসিন গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড ( যারা ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন) সঙ্গে আনতে হবে।

যেসব বুথে টিকা প্রদান করা হবে- মন্ডতোষ ইউনিয়ন : গজারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্ডতোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন : পাটুলী পাড়া উচ্চ বিদ্যালয, রাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অষ্টমনিষা ইউনিয়ন : ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়,বড় বিশাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়,গদাই রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয় দিলপাশার ইউনিয়ন: আদাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা দাখিল মাদ্রাসা, বড় পাটুল সরকারি প্রাথমিক বিদ্যালয় খানমরিচ ইউনিয়ন : করতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্ডিপুর সিকেবি মাদ্রাসা । এসকল বুথে সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত প্রতি বুথে ২০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলেও প্রেসব্রিফিংয়ে জানানো হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।