আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:
মাদক সহ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে এলাকার তরুণ সমাজের পাশে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের, মাকড়াইল পাবলিক লাইব্রেরী, ১৪ ই জুন রবিবার ২০২০ “মাকড়াইল পাবলিক লাইব্রেরী”র পক্ষ থেকে আয়োজিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন “মাকড়াইল পাবলিক লাইব্রেরী”র প্রতিষ্ঠাতা সভাপতি শিকদার মুহাম্মদ লাভলু।
তিনি বলেন এই চারটি দল থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত হবে মাকড়াইল পাবলিক লাইব্রেরীর পূর্নাঙ্গ টিম। এই ফুটবল টিম মাকড়াইল তথা মাকড়াইল পাবলিক লাইব্রেরীর প্রতিনিধিত্ব করবে এবং এই টিম কে মাকড়াইল পাবলিক লাইব্রেরী পৃষ্ঠপোষকতা করবে। তিনি আরো বলেন এলাকার তরুণ সমাজকে যদি একদিকে বই পড়া ও অন্যদিকে খেলাধুলায় মনোনিবেশ করানো যায় তাহলে তাদের সুষ্ঠু মানুষিক বিকাশ হবে, এবং মাদক সহ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখা যাবে। তাই “মাকড়াইল পাবলিক লাইব্রেরী” এ ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। বেশি বেশি বই পড়ুন, খেলাধুলায় মনোনিবেশ করুন।