বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের একটি ঘের থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পরেছে ঘেরপারের বসতবাড়ি ও আশপাশের স্থাপনা। বালু উত্তোলনকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেননা।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা জানান, গত দুইদিন যাবত রুবেল হাওলাদার নামের এক ব্যক্তি অবৈধ ড্রেজার বসিয়ে বানিজ্যিকভাবে হরহর গ্রামের শাহজাহান সরদার ও মিদুল নামের দুই ব্যক্তির যৌথ ঘের থেকে বালু উত্তোলন করে আসছে। এতে শাহজাহান সরদার ও মিদুলের সম্মতি থাকলেও বালু উত্তোলনের ফলে ক্ষতির আশংকা করছেন ঘেরপারের বাসিন্দারা। অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
#চলনবিলের আলো / আপন