আষাঢ়ের ও আকাশে
কালু সাদা মেঘরা
করছে উরাউরি,
তাই দেখে মানুষ ছাতা নিয়ে
করছে উরাজুরা।
আষাঢ়ের ও মেঘের খেলা
খেলতেছে নিত্য দিন দুপুর,
টিনের চালে ঝম ঝমাঝম,
আকাশ কুনে গুড়ুম গুড়ুম।
আষাঢ় শ্রাবণ মাসে
নদী খাল ভরা থাকে,
তাই দেখে পানকৌড়ি হাসে
নতুন পানি বেশী পেলে
মাছ নাচে খালে বিলে।
#চলনবিলের আলো / আপন