নাটোরের গুরুদাসপুরে করোনায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রণোদনার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় গুরুদাসপুর পৌরসভার চত্বরে নয়টি ওয়ার্ডের ১৬০ জন দুস্থ ও অসহায় মানুষকে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী। এসময় পৌর সচিব হাফসা শারমিন, প্যানেল মেয়র রুনা আক্তার রুমা, কাউন্সিলর শেখ সবুজ, মোকলেছুর রহমান, রাশিদুল ইসলাম, বিদ্যুৎ কুন্ডু, ফরিদুল ইসলাম, আসমা বেগম, মনোয়ারা, মন্জুসহ অনেকে উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন