পাবনা জেলার সাঁথিয়া পৌরসভাধীন কোনাবাড়িয়া গ্রামের মৃত রোকন মৃধার ছেলে ও পাবনা জেলা ছাত্রলীগের সহ- সভাপতি এবং সাঁথিয়া উপজেলা পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডর সাধারণ সম্পাদক মো : সবুজ হোসেন রিপনের পিতা তিনি দীর্ঘদিন অসুস্হ্য ছিলেন।তিনি গতকাল রাত সাড়ে আটটার সময় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহ———- -রাজিউন ) সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর (দায়িত্বপ্রাপ্ত) এবং উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ ও সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল লতিফ তার মৃত্যতে সমবেদনা জানান। মুরহুমের জানাযা আজ সোমবার সকাল দশটার সময় সাঁথিয়া টেনিস মাঠে রাষ্টীয় সম্মাননা সহ চক কোনাবারি সমাহিত করা হয়।মৃত্যকালে স্ত্রীসহ তিন ছেলে এক মেয়ে ও অসংখ্য গুহগ্রাহী রেখে গেছেন।
#চলনবিলের আলো / আপন