জামালপুরের বকশীগন্জ লাউচাপড়ার ঢুমুরতলায় ২৯-জুলাই বিকেল ৫:৩০মিনটে আলিঙ্গাটিলা নামক পাহাড়ের নির্জন জঙ্গলে জনৈক (১৫) নামক এক নাবাল্লিকা গণধর্ষনের শিকার হয়েছে বলে জানাযায় । মামলার সূত্রে-জানাযায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কোমরভাংঙী উত্তর পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে হোসাইন শান্ত (২১) এর সাথে প্রেম চলে আসছিল জৈনক (১৫)-ঐ মেয়েটির সাথে। গত ২৯-জুলাই প্রেমিক শান্ত তার প্রেমিকাকে বেড়ানোর কথাবলে বকশীগন্জের লাউচাপড়া পাহাড়ে আরো ৪-জন বন্ধুদের নিয়ে বেড়াইতে আসে (শান্ত) । আজিজুর রহমানের ছেলে আমিনুল (আমরুল)(২১), হক্কানের ছেলে আংগুর আলম (২৩),আশরাফ আলীর ছেলে শফি আলম (২৩),সিরাজুল ইসলামের ছেলে রুহুল আমিন (২১), এই পাচ বন্ধু মিলে মেয়েটিকে পালা ক্রমে ধর্ষণ করে। ধর্ষিতার ডাক চিৎকারে এলাকা বাসী ধর্ষিতা ও ধর্ষক তিন জনকে হাতে নাতে ধরে। অপর দুই ধর্ষক পালিয়ে যায়। পরে এলাকার কিছু লোক ধর্ষকদের কাছে চাদা দাবী করে, চাদা না দিলে পুলিশে খবর দিব বলে হুমকী ও শারীরিক ভাবে নির্যাতন করে বলে মামলার বিবরনে উল্লেখ।
#চলনবিলের আলো / আপন