পাবনার সাঁথিয়া উপজেলা প্রতিটি ইউনিয়নে পাট থেকে আঁশ ছড়ানো কাজে ব্যাস্ত সময় পার করছেন কৃষি কাজে নিয়োজিত কৃষকগন।
করোনা মহামারির মাঝে ও বসে নেই সাঁথিয়া সহ সারা বাংলাদেশের মানুষ।বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকেরা হলো এদেশের প্রাণ।
অদ্য 30 জুলাই সকালে বারোআনী গ্রামের মো:নাসিম খাঁ এর সহিত দেখা হলে জানান, পৃর্ব হতে কামনা কম আসায় পাটের পরিচর্যা থেকে শুরু করে পাটের আঁশ ছড়ানো পর্যন্ত অনেক খরচ হয়েছে।নায্য মুল্য না পেলে কৃষকগন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ,আবার লকডাউনের কারনে অন্যান্য জেলা হতে দিনমজুর কম আসিতেছে।তাই পাট থেকে আঁশ ছড়ানো কাজে শ্রমিককে বেশী মুল্য দিতে হচ্ছে।
অনুরুপ ভাবে নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা আবুল কাশেম , এবং ধুলাউড়ি ইউনিয়নের আবুল কালাম আজাদ তারা ও জানান লকডাউন থাকায় বিভিন্ন জেলা হতে দিনমজুরের আগত লোকের সংখ্যা কম হওয়ায় দেশীয় কামনার কদর বেশী হয়েছে।এবং অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে কৃষকদের।
তারপরে ও থেমে নেয় সাঁথিয়া উপজেলার কৃষকগন পাট থেকে আঁশ ছড়ানো কাজে ব্যাস্ত সময় পার করছেন তারা। পাটের জমি তৈরী থেকে শুরু করে পাট পরিচর্যা পাট থেকে আঁশ ছড়ানো পর্যন্ত অনেক খরচ হয়েছে ভালো মুল্য না পেলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে এই প্রতিবেদক কে জানিয়েছিন।
#চলনবিলের আলো / আপন