পাবনা জেলা চাটমোহর উপজেলার অন্তর্গত ছাইকোলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ার আগেই কমিটির কাউকে কোন কিছু না জানিয়ে অভিভাবক সদস্য শিক্ষক প্রতিনিধিসহ অন্যান্য পদের জন্য ভোটার তালিকা প্রনোয়ন না করে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচনী কর্মকর্তা নিয়োগ না করে নির্বাচনী তফসিল ঘোষনা না করেই নিজের ইচ্ছেমতো একটি কমিটি গঠণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে অনুমোদন করিয়ে আনার কারণে কলেজের সভাপতি মোঃ আব্বাস আলী মাস্টার ও অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
কলেজের সদ্য মেয়াদ উত্তীর্ণ কমিটির অভিভাবক সদস্য ইউসুফ আলী সোলেমান হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য শামীম হোসেন গত ১৮ জুলাই পাবনার আমলী আদালত-৪ এ মামলাটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, গত ০৯.০৭.২০২১ ইং তারিখে কমিটির মেয়াদ ছিল। কিন্তু এর অনেক আগেই কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম কলেজ গভর্নিং বডি গঠণের বিধি না মেনে অভিভাবক ও শিক্ষকদের ভোটার তালিকা প্রকাশ না করেই নির্বাচনী কর্মকর্তা নিয়োগ ও নির্বাচনী তফসিল ঘোষনা না করে গোপনে অনিয়মের মাধ্যমে করোনাকালীন সময়ে কোন কিছুর তোয়াক্কা না করে গোপনে গভর্নিং বডি গঠণ করে জাতীয় বিশ্বববিদ্যালয় কর্তৃক তা অনুমোদন করিয়েছেন। যা বিধি বহির্ভূত।
কলেজের অভিভাবকদের পক্ষে মোঃ মনিরুজ্জামান কমিটি বাতিলসহ অধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন জানিয়েছেন। অনুলিপি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের।
অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম গভর্নিং বডি গঠণের বিষয়টি স্বীকার করে বলেন, করোনাকালীন সময়ে প্রচার না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে সবকিছু করা হয়েছে। তবে তিনি গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ নির্বাচনী তফসিল প্রকাশ বা নোটিশ প্রদানের কোন প্রমাণাদি দেখাতে পারেননি।মামলার বিষয়ে অধ্যক্ষ বলেন, আদালত ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছে। আইনগত ভাবেই আগানো হবে।
এবিষয়ে সদ্য শেষ হওয়া কমিটির সভাপতি ও পুনরায় মনোনীত সভাপতি মোঃ আব্বাস আলী মাস্টার জানান, গভর্নিং বডি গঠণের বিষয়ে তার কিছুই জানা নেই। একাধিক অভিভাবক প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি জানান নতুনভাবে গভর্নিং বডি করার বিষয়ে তারা কিছুই জানেন না।
এ নিয়ে অভিভাবক এলাকার জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা তদন্ত পূর্বক অধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
#চলনবিলের আলো / আপন