খাগড়াছড়ির রামগড়ে বিয়ের ৫ দিন পর চাইথৈ মারমা নামের এক যুবককে জবাই করে হত্যার অভিযোগে উঠেছে স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী চোপাই মারমা ও শ্যালক উক্যাচিং মারমাকে কে ১দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রামগড় থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)রাজিব চন্দ্র কর আজকের পত্রিকা কে এই তথ্য নিশ্চিত করেন।
রামগড় থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)রাজিব চন্দ্র কর জানান,সোমবার (২৬ জুলাই )বিকেল ৪টা৩০ মিনিটে খাগড়াছড়ি নিম্ন আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনায় (২৫জুলাই)রোববার মধ্যরাতে নিহতের স্ত্রী, শ্যালক ও স্ত্রী’র সাবেক স্বামী পাইসাথৈই মারমাকে আসামি করে রামগড় থানায় মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই অংগ্য মারমা।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শামসুজ্জামন আজকের পত্রিকা কে বলেন,তদন্তের স্বার্থে রিমান্ডের আনা হয়েছে।তিনি আরো জানান,নিহতের স্ত্রীর সাবেক স্বামী পলাতক আছেন।তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য,গত রবিবার(২৫জুলাই) বিয়ের ৫দিন পর শ্বশুর বাড়ি থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করে রামগড় থানা পুলিশ।উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের দুর্গম দক্ষিণ নতুন পাড়া এলাকায় এ হত্যাকান্ড ঘটে।নিহত যুবক চাইথৈ মারমা উপজেলার খাগড়াবিল এলাকার বজেন্দ্র মারমার ছেলে।নিহতের স্ত্রী চোপাই মারমা তার সাবেক স্বামী এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে দাবি করলেও রহস্যজনক হওয়ায় নিহতের ছোট ভাই বাদী হয়ে নিহতের স্ত্রী, শ্যালক এবং স্ত্রীর সাবেক স্বামীকে আসামী করে মামলা করেন।
মামলার এজাহারে বাদী নিহতের ভাই অংগ্য মামলা বলেন,গত ২৪শে জুলাই সকালে নিহত চাইথৈ মারমা তার স্ত্রী চোপাই মারমাকে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে আনতে যায়।পরের দিন সকাল বেলায় শ্বশুরবাড়ির কক্ষে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।একই বিছানায় ঘুমালেও স্বামীকে কে বা কারা গলা কেটে হত্যা করলো তার কোন কিছুই জানতে পারেনি নিহতের স্ত্রী চোপাই মারমা।এটি কে অবিশ্বাস্য বলে দাবি করেন তিনি।এজাহারে তিনি আরো উল্লেখ করেন পূর্বের স্বামী পাইসাথৈই মারমার অমতে বিয়ে করায় তার ভাইয়ের উপর ক্ষিপ্ত ছিলো।নিহতের স্ত্রী তার পূর্বের স্বামীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে এমন সন্দেহে চোপাই মারমার সাথে তার বর্তমান স্বামীর মতবিরোধ দেখা দেয়।এসমস্ত কারণে তিনি দাবি করেন নিহতের স্ত্রী,শ্যালক এবং স্ত্রীর সাবেক স্বামী মিলে তার ভাইকে হত্যা করেছেন।
#চলনবিলের আলো / আপন