করোনা ভাইরাস সংক্রমনের বৃদ্ধি ঠেকাতে ১৪ দিনের কঠোর লকডাউনে আটঘরিয়া থানা পুলিশ মাইকিং ও টহল জোরদার করতে দেখা গেছে। ২৭ জুলাই সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু কিছু অটোভ্যান, অটো চার্জার ভ্যান স্বাস্থ্য বিধি না মেনে যাত্রী নিয়ে সড়কে চলাচল করছে। তবে অটোচার্জার ভ্যান আটক করতে দেখা গেছে।
এব্যাপারে আটঘরিয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, আটঘরিয়া উপজেলায় আমাদের টহল ও মাইকিং প্রচারনা চালিয়ে যাচ্ছি। আমরা চেকপোস্ট বসিয়ে লোকজন ও যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করছি। তবে সরকারের বিধিনিষেধ অমান্যকারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
#চলনবিলের আলো / আপন