নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জোলাগাড়ি গ্রামে গৃহবধূ ফিরোজা বেগম (৪২) বিষপানে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কিন্তু দুদিন পার হতে চললেও তার আত্মহত্যার কোনো কারণ জানতে পারেনি পুলিশ।
এদিকে ফিরোজার স্বামী সালামত হোসেন জানান, তার স্ত্রীর মানসিক সমস্যা ছিল। প্রায়ই উদ্ভট সব আচরণ করতো। তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। শুক্রবার সকালে পাটের জমিতে কাজে গেলে খবর আসে তার স্ত্রী বিষপান করেছে। প্রতিবেশিরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজার মৃত্যু হয়। কিন্তু স্ত্রীর বিষপানের কারণ জানেন না তিনি। থানায় মামলাও করেননি।
অপরদিকে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়না তদন্তের রিপোর্ট পেলে তবেই আত্মহত্যার কারণ জানা যাবে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
#চলনবিলের আলো / আপন