বিল বন্ধু বিলের মানুষ
বিলের কথা বলে,
খোঁজ খবর রাখে সে
কেমনে তারা চলে।।
চিন্তা করে কেমনে তারা
থাকবে একটু ভালো,
কেমন করে দুঃখের ঘরে
জ্বলে একটু আলো।।
কেমন করে চললে পথ
ঝামেলা নেই তাতে,
কোন পথে হাঁটলে আবার
কর্মস্থল তাতে।।
পথ দেখাবে, বুদ্ধিও দিবে
থাকবে পাশে সবার,
এমন মহান মনের মানুষ
বিল বাসির দরকার।।
সৃষ্টিকর্তার কাছে আমি
করি নিবেদন,
ধন্য, ধন্য করো , তাহার জীবন। ।
#চলনবিলের আলো / আপন