বৃহস্পতিবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

পৃথক সড়ক দূর্ঘটনায় দু’খালাতো ভাই, নবজাতকসহ পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে ঈদের পরেরদিন (বৃহস্পতিবার) দুপুরে বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে এক নবজাতক শিশু মারা গেছে।

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর আনোয়ারা ক্লিনিক থেকে তিনদিন বয়সের নবজাতক শিশু পুত্রকে নিয়ে অটোরিকসাযোগে বাড়ি ফিরছিলেন শরিয়তপুরের ঘোষেরহাট এলাকার হাসান-নুসরাত দম্পতি। এসময় বরিশাল থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের একটি বাস পেছন থেকে একটি চলন্ত মাহেন্দ্রাকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রন হারিয়ে মাহেন্দ্রা উল্টে সামনের ইজিবাইকের ওপর পরলে নবজাতক শিশু তার মায়ের কোল থেকে মহাসড়কের উপর ছিটকে পরে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে। এ ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে।

অপরদিকে গত ২০ জুলাই সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোর এলাকার বাইচখোলা নামকস্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হলেন-পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার হুসাইন ভুঁইয়া ও কামরুল হাসান। নিহতরা দু’জন সম্পর্কে আপন খালাতো ভাই। একইদিন মাহিন্দ্রাযোগে বাড়ি ফেরার পথে মহাসড়কের কলাবাড়ি স্ট্যান্ডে প্রাইভেটকারের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রার যাত্রী নবজিত দত্ত (২০) ঘটনাস্থলেই নিহত হন। সে (নবজিত) গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী এলাকার সঞ্জীব দত্তের পুত্র।

অপরদিকে আশোকাঠী ব্রিজের উপর পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী এরশাদ বেপারী (৩৮) ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে মারা গেছেন। নিহত এরশাদ গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লার সামসুল হক বেপারীর পুত্র।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।