নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২০৩৯ জন গরীব-দুঃখী,খেটে খাওয়া মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরনণ করা হয়েছে।
গত রবিবার এবং সোমবার সকালে ইউনিয়ন পরিষদে স্বশরীরে উপস্থিত হয়ে ১৮৭১ জন এই চাল গ্রহণ করেন।
রবিবার সকালে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন পরিষদের সচিব সঞ্চয় কুমার চাকী,ইউপি সদস্যবৃন্দ,আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
রবিবার ও সোমবারে উপস্থিত হতে না পারা ১৬৮ জনের মাঝে ঈদের একদিন পর আজ বৃহস্পতিবার সকালে জনসাধারণের সন্দেহ দূর করতে ডিজিটাল মিটারের মাধ্যমে ১০ কেজি করে চাল মেপে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম, সচিব সঞ্চয় কুমার চাকী,ইউপি সদস্যবৃন্দ সহ অন্যান্যরা।
#চলনবিলের আলো / আপন