অভয়নগরে “প্রধানমন্রীর অনুদানের টাকা পান কোটিপতি ব্যবসায়ী” শিরোনামে সংবাদ পরিবেশন করায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাননাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়,করোনার শুরুতে অসহায় দরিদ্রের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদানের (২৫০০ শত)
টাকা শিল্প শহর নওয়াপাড়ার ৪ নং ওয়ার্ডের বৌ বাজার এলাকার সুখলাল সাহার পুত্র নওয়াপাড়া শহরের বিশিষ্ট সার,কয়লা ব্যবসায়ী (কোটিপতি) গোবিন্দ সাহা।
এ বিষয়ের উপর ১৯ জুলাই সকালে চলন বিলের আলো, বিডিসি ক্রাইম নিউজ সহ বেশ কয়েকটা অনলাইন পোর্টালে সংবাদ পরিবেশন করেন সাংবাদিক কামাল, ঐ দিনই সকাল ১০ টার দিকে বৌ বাজার এলাকায় দাড় করিয়ে সাংবাদিক কামালকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাননাশের হুমকি দেয় ৪ নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী আঃ মালেক হাওলাদার।
এ বিষয়ে সাংবাদিক কামাল বলেন, আমি বৌ বাজার দিয়ে যাচ্ছিলাম এমন সময় কাউন্সিল পদপ্রার্থী আঃ মালেক হাওলাদার আমাকে ডেকে বলে কে কি পায় তাতে তোর কি..? এরপর সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এক পর্যায়ে আমাকে প্রাণনাশের হুমকি দেয।
আঃ মালেক হাওলাদারের কাছে বিষটার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, দিছি তা কি হয়ছে তুই কি করবি।
এবিষয়ে অভয়নগর থানার ডিউটি অফিসার এএসআই তরিকুল বলেন, আমাদের কাছে এমন কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#চলনবিলের আলো / আপন