দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১১ হাজার ৫৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ১১ এপ্রিল এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিল। শনিবার করোনায় ২০৪ জন, গত পরশু ১৮৭ জন ও তার আগের দিন ২২৬ জন মারা যান।
এ পর্যন্ত দেশে ১৭ হাজার ৮৯৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মোট শনাক্ত হয়েছেন ১১ লাখ তিন হাজার ৯৮৯ জন। গত ১২ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।
#চলনবিলের আলো / আপন