শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মোহাম্মদ নাসিমের কর্মময় জীবনের সংক্ষিপ্ত বর্ণনা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুন, ২০২০

কে,এম আল আমিন :

১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগন্জের কাজীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন মোহাম্মদ নাসিম।পিতা জাতীয় ৪ নেতার একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী। বাবার মত রাজনীতির প্রতি অকুন্ঠ ভালোবাসা ছিল মোহাম্মাদ নাসিমের। রাজনৈতিক অঙ্গনে তার সম্পৃক্ততা শুরু হয় ৬০ এর দশকে। তিনি ছিলেন একজন তুখর ছাত্রনেতা। পাবনার এডওয়ার্ড কলেজ হতে এইচএসসি পাশের পর ঢাকার জগন্নাথ কলেজ হতে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যা এবং ৩ নং জেলহত্যার ঘটনায় পিতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীকে হারানোর পরই পুরোপুরি রাজনীতির সাথে সম্পৃক্ত হন মোহাম্মদ নাসিম।

 

একাধীকবার কারাবরণ করতে হয়েছে বলিষ্ঠ এই নেতাকে। ১৯৮১ সালে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে যুব সম্পাদক নির্বাচিত হন তিনি। ১৯৮৭ সালে দায়িত্ব পান প্রচার সম্পাদকের। ১৯৮৬ সালে সিরাজগন্জ-১ আসন কাজীপুর হতে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন হতে ৫ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন মোহাম্মদ নাসিম। তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর স্বরাষ্ট্র,গৃহায়ণ,ডাক,তার ও টেলিযোগাযোগ মন্ত্রী নির্বাচিত হন। ২০১৪ সালে নির্বাচিত হন স্বাস্থ্যমন্ত্রী। ১৯৯২ ও ১৯৯৭ সালের জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এরপর ২০১২ সালে দলের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন প্রধান মন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন বর্ষীয়াণ এই নেতা । সবশেষ ১৪ দলের মুখপাত্র হয়ে দায়িত্ব পালন করেন । তিনি ছিলেন সিরাজগন্জ উন্নয়নের একজন কর্ণধার। আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গণে সারাদেশ তথা উত্তরবঙ্গে তিনি ছিলেন একজন সিংহপুরুষ।

 

মহান এ নেতার দ্বারাই সিরাজগন্জ মনসুর আলী অডিটরিয়াম,যুব প্রশিক্ষণ কেন্দ্র,পাসপোর্ট অফিস,হোমিও প্যাথিক কলেজ,পলিটেকনিক কলেজ,সিরাজগন্জ শহর রক্ষাবাঁধ নির্মান,শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, বহু শিক্ষা প্রতিষ্ঠান,স্কুল কলেজ, মাদ্রাসা,রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, সেতু সহ অনেক কিছুই হয়েছে। রাজনীতির পাশাপাশি বহু সামাজিক, সাংস্কৃতিক অঙ্গণে রেখে গেলেন বিরাট অবদান। মিডিয়ার প্রতিও ছিল তার অগাধ ভালোবাসা। যে মানুষটি দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন,সে মানুষটির মুত্যুর পরে দেশের মানুষ তথা সিরাজগন্জবাসী ধরে রাখতে পারছে না চোখের জল। স্ত্রী, ৩ ছেলে,আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গতকাল শনিবার বিদায় নিলেন বর্ষীয়াণ নেতা মোহাম্মদ নাসিম। ( ইন্না লিল্লাহি,,,,,রাজিউন) । আমরা সবাই দোয়া করব,আল্লাহ পাক যেন তাকে বেহেস্ত নসীব করেন এবং শোক সন্তপ্ন পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। আল্লাহ যেন পরিবারের সবাইকে ধৈর্য ধারন করার শক্তি দান করেন। আমিন,,,

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।