প্রাণঘাতে করোনা ভাইরাসের কারনে সারা দেশ ব্যাপী লক ডাউন থাকার ফলে পাবনা জেলা সাঁথিয়া উপজেলার সাঁথিয়া পৌরসভা ,ধুলাউড়ি, আতাইকুলা, কাশিনাথপুর সাঁটিয়াকোলা, এলাকা তাঁতীরা আর্থিক সংকটে দিন যাপন করছে।
তাঁত শিল্প আমাদের দেশের অন্যতম শিল্প খাত করোনা ভাইরাসের কারনে এ শিল্পের সাথে জড়িত মালিক শ্রমিকসহ সবাই মানবেতার ভাবে পরিবার পরিজন নিয়ে কষ্টে সংসার পরিচালনা করছে। তাঁত শিল্পর মালিক সেলিম বিশ্বাস বলেন যে করোনার ও কঠোর লকডাউনের কারনে আমি তাঁত শিল্প চালাতে পারছিনা তিনি আরো বলেন যে তাঁত শিল্প চলাতে গিয়ে আমি ব্যাংককে ঋণ হয়েছে এই ঋন পরিশোধ করতে পারছি না।তাই তিনি সরকারি সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, করোনা কারনে আর্থিক সংকটে পড়েছে এমন মালিক শ্রমিকদের আর্থিক ভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
#চলনবিলের আলো / আপন