আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকেঃ
আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ ও সজীব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় কমিটি এবং নড়াইল জেলা শাখার শোক প্রকাশ । বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র সাবেক ডাক টেলিযোগাযোগ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান ও ২বাংলারনিউজ.কমএর এর সম্পাদক সৈয়দ খায়রুল আলম, মহাসচিব এম বাবর লস্কর, ভাইস-চেয়ারম্যান মিনা বুলবুল হোসাইন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন নিসরাপ এর উপদেষ্টা লে কর্ণেল সৈয়দ হাসান ইকবাল, লায়ন মতিউর রহমান টিপু, মো আরুক মুন্সি, বাসুদেব ব্যানার্জী, পাপিয়া ব্যানার্জি এছাড়াও দৈনিক জনগণের খবর ফেসবুক লাইভ উপস্থাপক নেহাল আহম্মেদ প্রান্ত প্রমুখ।
এবং নড়াইল জেলা শাখার সহ সভাপতি আসলাম খান লুলু, সম্পাদক গোলাম কিবরিয়া যুগ্ম সম্পাদক হামজা শেখ প্রমুখ শোক প্রকাশ করেছেন। ১৩ জুন এক শোক বার্তায় তারা বলেন, মোহাম্মদ নাসিম বর্ণাট্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ৭৫ এ জেলখানায় হত্যাকাণ্ডের স্বীকার জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে। মনসুর আলী মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশের প্রথম সরকারের অর্থমন্ত্রী এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকারের তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে মোহাম্মদ নাসিম ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্যের দায়িত্বে ছিলেন।