সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদরাসায় পড়ুয়া ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ এনে দায়ের করা মামলার দু’আসামীকেই গ্রেফতার করে আজ শুক্রবার আদালতে চালান দিয়েছে মডেল থানা পুলিশ । আসামী দু’জন হলো- উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ী গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ গোলাম হোসেন(৬০) ও একই গ্রামের মৃত নূর কবীরের ছেলে মোঃ ওমর আলী(৫০) ।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা দীপক কুমার দাস পিপিএম গণমাধ্যমকে জানান, উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের এলাকার বসতি (পরিচয় ঠিকানা গোপন রাখা হলো) মাদরাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রীটি গত ৮ জুলাই বিকেল চারটার টার দিকে গ্রামের মাঠে ঘাস কাটতে গেলে মোঃ গোলাম হোসেন (৬০) ও ওমর আলী (৫০) জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে । এ সময় মেয়েটির চিৎকারে এলাকা লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে । লোকজনের উপস্থিতি দেখে ধর্ষণকারীরা পালিয়ে যায়। বিষয়টি নিয়ে গ্রাম্য শালিস বৈঠক বসার কথা থাকলেও পরে তা আর হয়নি বলে জানা গেছে ।
অবশেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর ধর্ষণের শিকার মেয়েটির মা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় গোলাম হোসেন ও ওমর আলীকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। পুলিশ মামলা দায়েরের পর পরই আসামী দুজনকে গ্রেফতার করে এবং আজ শুক্রবার সিরাজগঞ্জ আদালতে চালান দিয়েছে। এছাড়া ধর্ষনের শিকার ছাত্রীটির ডাক্তারী পরিক্ষা করানো হয়েছে বলে জানা যায়।
#চলনবিলের আলো / আপন