পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারের মধ্যে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয় হতে প্রাপ্ত ঢেউটিন ও সাড়ে ৪ হাজার টাকার চেক ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হয়।
জানা গেছে, উপজেলা অষ্টমনিষা ইউনিয়নের ২টি ও পৌর এলাকার ৩টি পরিবারে অগ্নিকান্ডে তাদের বসতবাড়ি পুড়ে নিঃস্ব হয়ে যায়। এর পর স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয় হতে প্রাপ্ত ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবার দেড় বান্ডিল ঢেউটিন ও সাড়ে ৪হাজার টাকার চেক বিতরণ করা হল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকী বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, সহকারি কমিশনার (ভুমি) মোঃ কাওছার হাবীব, ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস আজিদা পারভীন পাখি, সুফল ভোগী পরিবারের সদস্যবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
#চলনবিলের আলো / আপন