বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জুন, ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধি :
করোনার উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের উল­াপাড়ায় দুই ও তাড়াশে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে ও ভোরে নিজ নিজ বাড়ীতে এদের মৃত্যু হয়। মৃতরা হলেন, উপজেলার কাওয়াক হাসপাতাল পাড়া মহল­ার নুর আমিন (৫৪) একই উপজেলার বাড়ইয়া পালপাড়ার সুবল (৭৫) ও তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল করিম (৭২)।

উল­াপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে বারইয়া পালপাড়া মহল­ার সুবল নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি ডায়াবেটিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে জ্বর, ঠান্ডা ও কাশিও ছিল তার। এর আগে ভোর ৪টার দিকে কাওয়াক হাসপাতাল পাড়ার নূর আমিন জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে মারা যান।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠিয়ে মৃত ব্যক্তিদের পরিবার ও তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এক সপ্তাহ পর এসব পরিবারের নমুনা সংগ্রহ করা হবে।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া জানান, শনিবার সকালে তাড়াশ শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন নওগাঁ ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের আব্দুল করিম। খবর পেয়ে সেখানে মেডিকেল টিম পাঠানো হয়েছে। মৃত ব্যাক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।