শুক্রবার , ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

চৌহালীতে এমএইচভি কর্মীদের ভাতা অবৈধ ভাবে কর্তনের অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের (এমএইচভি) দের বেতন-ভাতা বিতরণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আর এসব অভিযোগ রয়েছে খোদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল কাদের এর বিরুদ্ধে।
তবে এ কর্মকর্তা বলছে মন্ত্রণালয়ের নির্দেশেই এ টাকা কর্তন করা হচ্ছে।

জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য পরিদপ্তর অধীন কমিউনিটি বেইজড হেলথকেয়ার অপারেশনাল প্লানের আওতায় কাজের বিনিময়ে প্রণোদনা ভাতা প্রদানভিত্তিক চৌহালী উপজেলার ১৫টি কমিউনিটি ক্লিনিকের জন্য ৭জন করে মোট ১০৫ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়। এসব ভলান্টিয়ারের মাসিক বেতন-ভাতা হিসাবে ৩ হাজার ৬০০ টাকা দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) এই ভলান্টিয়ারদের জনপ্রতি ৪ মাসের বেতন বাবদ ১৪ হাজার ৪’শ টাকা উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তবে উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক ১৪ হাজার ৪’শ টাকা না দিয়ে তাদেরকে ১০ হাজার ৪’শ করে দেওয়া হচ্ছে। অপরদিকে বেতন সিটে ১৪ হাজার ৪’শ টাকা প্রদান মর্মে ভলান্টিয়ারদের স্বাক্ষর নেওয়া হচ্ছে।

এসব বিষয় জানতে সরেজমিনে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে, কয়েকজন ভলান্টিয়ার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের চার মাসে বেতন আসছে ১৪ হাজার ৪’শ টাকা। প্রতি মাসে তিন হাজার ছয়শ টাকা করে। এখানে সিগনেচার সিটে ১৪ হাজার ৪’শ টাকা লেখা আছে কিন্তু আমাদের দেওয়া হয় ১০ হাজার ৪’শ টাকা।তবে বাদবাকী টাকা কই? তবে এসব অভিযোগের বিরুদ্ধে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবদুল কাদের বলেন, এমএইচভি ১০৫ জন। তাদের অ্যাকুরেট টাকা, তাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে। আমরা ১০ শতাংশ ভ্যাট বাবদ ১৪৪০ টাকা, ৫ শতাংশ অডিট ফি বাবদ ৭২০ টাকা, গত বছরের ৫ মাসের ১০ শতাংশ ১৮০০ টাকা ও স্ট্যাম ফি ৪০ টাকা করে প্রত্যেকের নিকট হতে ৪ হাজার টাকা কর্তন করছি।

গত বছরের ভ্যাট এ বছর কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময় কোন নির্দেশ ছিলোনা তাই এই বছর ওই টাকা কর্তন করা হচ্ছে । এ বছর কি নির্দেশ আছে ওই টাকার উপর ভ্যাট কর্তনের। এ প্রশ্নের সদোত্তর তিনি দিতে পারেননি।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় মুঠোফোনে বলেন, ১০ শতাংশ ভ্যাট ও অডিট ফি বাবদ তিন থেকে ৫ শতাংশ কর্তনের নতুন নির্দেশনা এসেছে এবার। তবে ৪ হাজার টাকা কর্তনের বিষয়টি আমার জানা নেই। খোজ নিয়ে দেখবো।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।