কামরুজ্জামান কানুর #
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৮-নং ফুলকোচা ইউনিয়নে ‘শেখ হাসিনার উপহার’ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচী – ভিজিএফ চাল বিতরন করেছেন ফুলকোচা ইউনিয়নে চেয়ারম্যান মমিনুল ইসলাম বাবু।
এসময় ৫৫৫০-জন সুফল ভোগিদের মাঝে প্রতি জনে ১০-কেজি করে চাল ও মাক্স বিতরন করা হয়েছে। উক্ত চাল বিতরন অনুষ্টানে উপস্ততিত ছিলেন, সফল চেয়ারম্যান মমিনুল ইসলাম বাবু, ফুলকোচা ইউনিয়নের যুগ্ন আহবায়ক মামুনর রশিদ মামুন, ট্রাক কর্মকর্তা আশরাফুল আলম, সচিব আ:হালিম প্রমুখ।