সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৫নং চান্দাইকোনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে -ওয়ার্ডে মোটরসাইকেলে মাইক লাগিয়ে মাইকিং করছেন আলহাজ আলী নামে এক গ্রাম পুলিশ। বলছে, সজাগ থাকুন, আপনার সম্পদ রক্ষা করুন।
এলাকার সর্ব সাধারণকে বিশেষ ভাবে জানানো যাইতেছে যে, আসছে ঈদুল আজহা ঈদকে সামনে রেখে এলাকার ভিতর চুরি, ডাকাতি ও ছিনতাই হওয়ার সম্ভাবনা রহিয়াছে। সেহেতু আপনার বাড়িতে- গরু, ছাগল, হাঁস মুরগী, ধান চাউল, ও অর্থ সম্পদের নিরাপত্তার জন্য আপনাকে সর্বদা সচেতন সতর্ক ও সজাগ থাকার জন্য অনুরোধ করা হইল। প্রকাশে থাকে যে, রাত দশটার পরে এলাকার ভিতর কোন প্রকার নছিমন, করিমন, ভটভটি গাড়ি সহ পিকআপ গাড়ি এবং সাধারন কোন ব্যাক্তিকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে চলাচল না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল। অনুরোধ ক্রমে অফিসার ইনচার্জ রায়গঞ্জ থানা ও চেয়ারম্যান ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ।
#চলনবিলের আলো / আপন