লকডাউন অমান্য করায় গোপালপুর থানায় আটককৃত ২০টি অটোরিকশা চালকদের খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার দুপুরে লকডাউনে অটোরিকশা না চালানোর শর্তে এ খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।
এ সময় অতিরিক্ত পু্লিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্যাপশন : গোপালপুর থানায় আটককৃত ২০টি অটোরিকশা এবং চালকদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ। ছবি আজ সোমবার থানা চত্বর থেকে তোলা।
#চলনবিলের আলো / আপন