শনিবার , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১২ই শাবান, ১৪৪৭ হিজরি

চলোমান লকডাউনকে সফল করতে সাংবাদিকদের সঙ্গে তালা ইউএনও এর মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ জুলাই, ২০২১

বর্তমান সময়ে কোভিড (১৯) করোনাভাইরাস সম্পর্কিত বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন তালা উপজেলা নির্বাহী অফিসার।

রবিবার (১১জুলাই) তালা উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহি অফিসার তারিফ উল- হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বার তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জলিল আহমদ প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবিএম জুলফিকার রায়হান সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর আলী সহ ক্লাবের কর্তব্যরত সকল প্রিন্ট ও অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দ।

উক্ত মতবিনিময় সভায় তালা উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বলেন,এই মহামারী করোনাভাইরাস জাতি যখন ক্লান্তিময় সময় পার করছেন জেলা প্রশাসনের সাথে সাংবাদিক মহল কাজ করছেন। উপজেলা প্রশাসন পক্ষ থেকে তিনজন ম্যাজিস্ট্রেট,পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার কাজ করছেন মানুষকে ঘরে ফেরাতে আমরা কঠোর পরিশ্রম করছি। মানুষকে জেল জরিমানা করা আমাদের লক্ষ্য নই”মানুষকে সতর্ক ও মানুষকে ঘরে ফেরাতে আমাদের লক্ষ্য।

উপজেলা প্রশাসনের পক্ষ হতে এক হাজার মানুষকে করোনা সহতা প্রদান করা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যানদের কাছে 3 লক্ষ 50 হাজার টাকা প্রেরণ করা হয়েছে। সামনে কোরবানির ঈদ/ঈদুল আযহা উপলক্ষে গরু হাট বসো নিয়ে আলোচনা করা হয়। সেটা আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে পরবর্তীতে জানানো হবে এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সর্তক করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।