শনিবার , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১২ই শাবান, ১৪৪৭ হিজরি

ডোমারে আশ্রয়ন ২ প্রকল্পের ঘর পরিদর্শনে সন্তুষ্টি প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগন 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ জুলাই, ২০২১

নীলফামারীর ডোমারে আশ্রয়ন-২ প্রকল্প পরিদর্শনে এসে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগন।শনিবার (১০ জুলাই) বিকালে ২০২০-২০২১ অর্থ বছর মুজিববর্ষ  উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায় নির্মিতব্য/ নির্মিত গৃহ সমুহের বর্তমান অবস্থা সরজমিন পরিদর্শন করেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রকল্প প্রকৌশলী আনোয়ার রহমান, মনিটরিং কর্মকর্তা গোলাম মবিন মাঃ মাহতাবুল ইসলাম ও নীলফামারী জেলা ডিডিএলজি এডি আব্দুর রহমান। ডোমার পৌর এলাকার কলেজ পাড়ায় দরিদ্র নৃগোষ্টি বাতাশি দাসের ঘরের দেয়াল ফাটল ও নিন্মমানের সমাগ্রী দিয়ে নির্মান করা হয়ছে মর্মে দিপ্ত টিভির নীলফামারী জেলা প্রতিনিধি খবরবপ্রকাশ করায়, প্রথম তারা বাতাশি দাসের বাড়ী পরিদর্শন করেন, পাশের রেখা দাসের বাড়ীও ঘুরে দেখেন। একই সময় উপজলার হরিনচড়া ইউনিয়নের উত্তর হরিনচড়া এলাকার আরও দুইটি ঘর পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের উপ-প্রকল্প প্রকৌশলী আনোয়ার রহমান গনমাধ্যমকে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ড্রীম প্রজেক্টএর আওতায় গহহীন মানুষদের এই ঘড় উপহার স্বপ এবং আবেগে আমরা ওনার সহযাত্রী হিসাবে কাজ করছি। আপনারা জানেন মুজিববর্ষ উপলক্ষে ৯ লক্ষ ঘড়ের তালিকা করা হয়েছে, এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে আমরা ১ লক্ষ ২০ হাজার ঘড়ের কাজ সমাপ্ত করেছি এবং তৃতীয় পর্যায় আরও ১ লক্ষ ঘড় বরাদ্দ হবে। তারই সুত্র ধরে আমরা ডোমার উপজেলায় ১ম পর্যায় ৩৮ টি এবং ২য় পর্যায় ২ শ টি ঘড় বরাদ্দ হয়েছে। আমাদের উদ্দেশ্য ঘড়গুলোর কাজ যেন মানসম্মত হয় তা মনিটরিং করা। আমরা এলাকার কলেজ পাড়াসহ যে ৪টি ঘড় পরিদর্শন করলাম তাতে কাজের মান ভালো হয়েছে এবং বাতাসি দাসের ঘড়ের কাজের মানের বিষয়ে সন্তষ্টি প্রকাশ করে আলদাভাবে বলতে গিয়ে বলেন স্বপ্নের বাড়ি স্বপ্নের মতোই সুন্দর হয়েছে এরকম মানসম্পন্ন কাজ অন্যদের জন্য অনুকরনীয়। ঘড়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বলেন, আমাদের কর্তৃপক্ষ রয়েছেন আমরা এখানে স্ব-সরীরে এসে দেখলাম, আমরা আরও অনককিছু অবগত হলাম। ভালো কাজের জন্য যেমন সম্মান রয়েছে তেমনি প্রধানমন্ত্রীর স্বপ্নকে যারা অযাচিত ভাবে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা গ্রহনের সুপারিশ করা হবে। এরকম মিথ্যা সংবাদ পরিবেশন করে সরকারের ভাবমুর্তি নষ্ঠের অপচেষ্টা কাম্য নয়।

এসময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, সহকারী কমিশনার ভূমি মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদাঃ) মেজবাহুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাঃ খায়রুল আলম বাবুল, সহ-সভাপতি ও প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, জেলা আ’লীগর সদস্য শহিদ আহমদ শান্তু, উপজেলা যুবলীগ আহবায়ক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, যুগ্ন আহবায়ক রফিকুজ্জামান রুবেল, গনেশ কুমার আগরওয়ালা, উপজেলা স্বেছাসেবক লীগ সহ-সভাপতি জাবেদুল ইসলাম সানবিম, যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবী ও ১০ ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।