শুক্রবার , ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

গণমাধ্যমে প্রকাশের পর একটি জেনারেটর বদলে দিল হাসপাতালের চালচিত্র

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ জুলাই, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বাক্সবন্দিএকটি জেনারেটর বদলে দিয়েছে হাসপাতালটির চালচিত্র । বিদ্যুতের আসা যাওয়া খেলায় অতিষ্ঠ হয়ে উঠেছিল হাসপাতালের রোগী, নার্স আর চিকিৎসকেরা । দিন গেছে, মাস গেছে , বছরও গেছে । তবু বিদ্যুতের লুকোচুরি খেলা শেষ হযনি । বিষয়টি হাসপাতাল কতৃপক্ষের কাছে গা সওয়া হয়ে গিয়েছিল । দীর্ঘ দিন হাসপাতালে বাক্সবন্দি হয়ে পরে থাকা জেনারেটরটি চালুর ব্যবস্থা নেওয়া হয়নি ।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ পায় । সংবাদটি প্রকাশের পর এ হাসপাতালে দায়িত্বরত বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান নয়নের বিষয়টি দৃষ্টিগোচর হয় । ১৭ বছর বাক্সবন্দি জেরারেটরটি চালুর জন্য তিনি উর্ধ্বতন কতৃপক্ষের কাছে চিঠি লেখেন । এরপর চালুর অনুমতি দেওয়া হয় । কর্তৃপক্ষ জানান গত ৪মাস আগে এ জেনারেটরটি চালু করা হয়েছে । ডিজেল চালিত জেনারেটরটি চালু হওয়ার পর এ হাসপাতালে অপারেশন থেকে শুরু করে সব কিছুই চলছে স্বাভাবিক গতিতে ।

এ বিষয় জানতে চাইলে হাসপাতালে দায়িত্বরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ( টিএইচ এ) আমিনুল ইসলাম খান জানান, অধিক ক্ষমতা সম্পন্ন ডিজেল চালিত এই জেনারেটরটি চালু হওয়ার পর এক মিনিটের জন্য বিদ্যুৎ নিয়ে আর কোন সমস্য হযনি হাসপাতালে।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।