শুক্রবার , ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় কোরবানির পশুর হাটে চাঁদা আদায়ের অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ জুলাই, ২০২১

সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে পাবনার ভাঙ্গুড়ায় কোরবানির পশুর হাটে নির্ধারিত খাজনা আদায়ের পাশাপাশি চাঁদাবাজির অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে। এ চাঁদা আদায় নিয়ে একাধিক ক্রেতা ও বিক্রেতাদের সাথে হাট কমিটির বাক-বিতর্কসহ হাতা হাতি হয়েছে। প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। তবে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

শনিবার সরেজমিন পৌর সদরের শরৎনগর বাজার গরু ও ছাগলের হাটে গিয়ে দেখা যায়, হাটে অনেক গরু-ছাগল ও ক্রেতা-বিক্রেতার সমাগম হয়েছে। ইজারাদারের লোকজন হাটের বিভিন্ন প্রান্তে টেবিল নিয়ে বসে খাজনা আদায় করছে। সরকারি নির্দেশনা মোতাবেক হাটের কোনো স্থানেই খাজনা আদায়-সংক্রান্ত কোনো তালিকা টানানো হয়নি। এ কারণে ক্রেতা-বিক্রেতাদের বাধ্য করছে খাজনার সাথে চাঁদা দিতে।

জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ক্রেতার কাছ থেকে প্রতিটি গরু-মহিষের জন্য ৫শ’ টাকা ও ছাগল-ভেড়ার জন্য ২৫০ টাকা খাজনা নেয়ার বিধান রয়েছে। কিন্তু নোয়া হচ্ছে গরু-মহিষ ৭শ টাকা, ছাগল-ভেড়া ৩শ টাকা। বিক্রেতার কাছ থেকে টাকা নেওয়ার বিধান না থাকলেও নেওয়া হচ্ছে গরু-মহিষ ২শ টাকা, ছাগল-ভেড়া ৫০ টাকা।

একাধিক গরু ক্রেতা জানান, ইজারাদাররা গরুপ্রতি ৭০০ টাকা করে খাজনা নিচ্ছে কিন্তু রশিদে নির্ধারিত খাজনার জায়গা থাকলেও টাকার অঙ্ক লিখা হচ্ছে না। একাধিক গরু বিক্রেতা জানায়, তাদের কাছথেকে গরু প্রতি ২শ টাকা করে আদায় করছে। ক্রেতা ইসলাম মোল্লা জানান, ১২ হাজার ১৫০ টাকায় একটি খাসি ছাগল কিনে ৩শ’ টাকা খাজনা দিতে হয়েছে। কিন্তু রশিদে সেই টাকার উল্লেখ নেই। ছাগল বিক্রেতা দৌলত আলী জানান, রশিদ লেখার জন্য নিয়েছে ৫০ টাকা। ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকেই অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এ বিষয়ে তারা প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাটের ইজারাদার সামছুল হোসেন অভিযোগ অস্বীকার করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, চাঁদা আদায়ের বিষয়ে কেউ অভিযোগ দেয়নি, লিখিত অভিযোগ পেলে আইনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আগামি হাটে এমন যেন না হয় সেদিকে নিশ্চিত করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।