পাবনার ভাঙ্গুড়া উপজেলা চলছে ঢিলেঢালা লকডাউন। মানছে না কেউ স্বাস্থ্যবিধি। প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ। শনিবার (১০জুলাই) উপজেলার বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায় উপজেলার ভেড়ামারা বাজার, মন্ডলমোর ও রেলগেট নামক স্থানে নামমাত্র চেকপোস্ট বসিয়ে রেখেছে। চেকপোস্ট দিয়ে নির্বিঘ্নে সাধারন জনগন বিভিন্ন জায়গায় যাওয়া আসা করছে।
উপজেলার পৌর সদরে শরৎনগর বাজারে শনিবার গরু ছাগল সরিষা ধান সহ কাঁচামালের হাট বসানো হয়েছে। হাটে পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে গরু ছাগল বিক্রেতা ও ক্রেতার সমাগম হয়েছে। এতে উপজেলার সুশীল সমাজসহ সচেতন মানুষ করোনা সংক্রমণ বিস্তারের মাধ্যমে মহামারি হবে বলে আশঙ্কা করছেন।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানাযায়, এ উপজেলায় এখন পর্যন্ত প্রায় ২৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ বিস্তার আরোও বাড়বে বলে ধারণা করছেন উপজেলার সুশীল সমাজসহ সচেতন মানুষ।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন, সরকারিভাবে হার্ট বন্ধ রাখার কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। তবে হাট-বাজারে স্বাস্থ্যবিধি মেনে মাক্স ব্যবহার করে এবং হার্ট কমিটিকে বলা আছে হাটের চারপাশে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করার জন্য এবং পরবর্তিতে আমি নিজে সরেজমিনে গিয়ে দেখে আসছি।
#চলনবিলের আলো / আপন