মঙ্গলবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির লোগো চুড়ান্ত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জুন, ২০২০

মোঃ আহসান হাবীব সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঢাকা শনিবার ১৩ জুন ২০২০: অবশেষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির লোগোটি চুড়ান্ত করা হলো। এটিকে সমর্থন জানিয়ে ১৩৭ জনের মধ্যে ৬২ জনে ভোট দিয়েছেন। বাকি ভোট তিনটিতে দেয়া হয়েছে। সম্প্রতি লোগোর ডিজাইন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহবান জানালে বিভিন্নজন লোগো পাঠিয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হয়েছেন, আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। এছাড়া গতকাল লোগো সিলেকশনে যারা ভোট বা সথর্থন দিয়েছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা। সর্বসম্মতি ক্রমে নিম্মোক্ত লোগোটি আজ থেকে ব্যবহার করা হবে। লোগোটি তৈরী করেছেন বিএমএসএফ’র ঢাকা জেলার সদস্য হাসানুর রহমান সুমন।

 

আমরা তাঁর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপনার জেলা-উপজেলায় কমিটি গঠনের উদ্যোগ নিন এখনই। বিএমএসএফ’র সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর জানিয়েছেন, এটি বিএমএসএফ’র সহযোগী সংগঠন হিসেবে সারাদেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কাজ করবে। সাংবাদিক নির্যাতনের কারন তদন্তেও সংস্থাটি কাজ করবে।

 

প্রতিটি জেলা উপজেলায় শাখা কমিটি গঠনের জন্য ইতিমধ্যে উদ্যোগ নিতে আহবান জানানো হয়েছে। শ্লোগান হবে: সাংবাদিক নির্যাতনমুক্ত আগামির বাংলাদেশ চাই। সমাজের বিভিন্ন শ্রেনীপেশার ২১ জনকে নিয়ে কমিটি গঠন করা হবে। কেবলমাত্র সাংবাদিক বান্ধব ব্যক্তিরাই এই কমিটির সদস্যপদ লাভ করতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।