শনিবার , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১২ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইল যে রাস্তায় একাধিক মরণফাঁদ : কাজ শুরু হতে বিড়ম্বনা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ জুলাই, ২০২১

গত দেড় থেকে দুই বছর পূর্বে শুরু হয়েছিলো রাস্তাটির প্রসস্তকরনের কাজ। রাস্তার দুই পাশের বেশিরভাগ রাস্তায় মাটি ভরাট করে প্রায় অপেক্ষায় ছিলো কাজ শুরু হওয়ার। ঠিক এই সময়েই অজ্ঞাত কোন কারণে বন্ধ হয়ে গিয়েছে রাস্তাটির সংস্কার ও প্রসস্তকরনের বাকী কাজ। আজ অবধি রাস্তটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাটি ইতিপূর্বে বেশ কয়েকটি নিউজ হলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

রাস্তটির যথেষ্ট সরু হওয়ায় দুটি গাড়ি পাশ কেটে যাওয়াটাও খুব বিপদজনক অবস্থার সৃষ্টি হয়। ইতি মধ্যে বেশ কয়েকটি তাজা প্রানের বিয়োগ ঘটেছে রাস্তটির বেহাল দশার কারনে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নান্দাইল টু জাহাঙ্গীরপুরের যাতায়াতের একমাত্র জনগুরুত্বপূর্ণ রাস্তাটির আজ এমন বেহাল দশা যা স্বাভাবিক ভাবে চলাচলের অনুপযোগি হয়ে পড়ছে। দেখার কেউ যেন নেই। পরিচর্যার অভাবে রাস্তটির পিচঢালা কার্পেট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও প্রায় অর্ধেক রাস্তার উপর থেকে কার্পেট সরে গিয়ে হাঁটু পর্যন্ত গর্ত হয়ে আছে। যে কোন সময় ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা। অথচ রাস্তটি জাহাঙ্গীরপুর ও নান্দাইল যাতায়াতের একমাত্র যোগাযোগের মাধ্যম হওয়ায় প্রতিদিন হাজার জনসাধারণের চলাচল এ রাস্তাটি দিয়ে। সেই সাথে প্রাইভেটকার, মটর বাইক সহ শতশত ব্যাটারী চালিত অটো রিক্সা প্রতিনিয়তই রিস্ক নিয়ে চলছে রাস্তাটি দিয়ে। রাস্তাটি গর্ত হয়ে এমন ঢালের সৃষ্টি হয়েছে যেখানে যাত্রীবাহী গাড়ী উল্টে গিয়ে প্রান হানির ঘটনা ঘটতে পারে। রাস্তাটি দিয়ে সকাল থেকে শুরু হয়ে মধ্যে রাত পর্যন্ত জনসাধারনের চলাচল লক্ষ্য করা যায়।

নান্দাইল থেকে শুরু করে আচারগাঁও জয়েন মোড়, পুরহরি, গারুয়া, কলেজ গেইট বাজার, খালপাড় নতুন বাজার, সিংদই নন্দিবাড়ির সামনে, আবাল ধনীবাজার, কালির বাজার, বট্টপুর বাজার হয়ে সুরাটি বাজার পর্যন্ত জায়গাগুলোতে রাস্তাটির অবস্থা অস্বাভাবিক নষ্ট হয়ে যাওয়ায় বহুদিন ধরে হাজার হাজার মানুষের জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে।

বিশেষ করে পুরহরী জনতা বাজার ও পুরহরী কমিউনিটি ক্লিনিক সেন্টারের মাঝামাঝি জায়গায় বেশ কয়দিন পূর্বে রাস্তায় বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়নি। যেখানে নেই কোন বিপদ সংকেত, সংস্কার করনে কোন উদ্যোগ নিতে দেখা যায়নি কাওকে। কয়েক দিন পর হয়তো গর্তের কারনে পুরো রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে সংস্কারের অভাবে।

এছাড়া সিংদই নন্দীবাড়ির সামনে রাস্তটি প্রায় হাটু পর্যন্ত গর্ত রয়েছে। রায়পাশা জাহাঙ্গীর পুরের জাহাঙ্গীর শাহ’র মসজিদের সামনে ব্রীজের ছিদ্র জনসাধারণের চলাচলের বাঁধার সৃষ্টি করছে দীর্ঘদিন ধরে। এ যেন সবগুলো মরণফাঁদে পরিনত হয়েছে। নান্দাইল থেকে বর্তমানে জাহাঙ্গীরপুর পর্যন্ত পুরো রাস্তাটিই এখন ছোট বড় গর্তের কারনে মরণফাঁদে পরিনত হয়েছে। দীর্ঘদিন যাবত রাস্তটির এ অবস্থায় এলাকাবাসীর প্রানের দাবি হয়ে ওঠেছে রাস্তাটি সংস্কারের।

এলাকাবাসীর অভিযোগ রাস্তাটি সংস্কার ও প্রসস্তকরনের কাজ শুরু হয়েও কেন বন্ধ হয়ে রইলো। গতবছর থেকেই রাস্তার কাজ শুরু হবে বলে আশ্বাস দিলেও এখনো কাজ শুরু হতে বিড়ম্বনা দেখা যাচ্ছে । সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি যথাসম্ভব যতদ্রুত রাস্তটির সংস্কারের কাজ করে এলাকাবাসী ও হাজার হাজার পথচারীদের এ মৃত্যুর ফাঁদগুলো থেকে বাঁচানোর। তারা বিশ্বাস করেন মাননীয় এমপি’র হস্তক্ষেপে খুব দ্রুতই রাস্তটির চেহারা বদলে যাবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।