মুজিব তোমায় হাজার সালাম
যদিও তোমায় দেখতে না পাই,
শোকে ভারাক্রান্ত হৃদয়ে
তবু বিনম্র শ্রদ্ধা জানাই।
রাস্তা দিয়ে যখন হাঁটি
বাতাসের সাথে মিশে ভেসে আসে
তোমার নামের সুঘ্রাণ,
কে জানি বলছে জাগো জাগো
বীর বাঙালি রক্ষা করো তোমার
দেশপ্রেমিকদের প্রাণ।
জয় বাংলা জয় বাংলা
মুখরিত বাংলার মাটি,
আরো বলছে বীর বাঙালি
শেখ মুজিবুর তুমিই ছিলে খাঁটি।
আমার তো জুটলো না ভাগ্যে
দেখতে সোনার মুখ,
তবু আমি দুঃখ করি না
তোমার নামের মাঝে খুঁজে বেড়াই সুখ।
শতবর্ষের মুজিব তুমি
হয়ে আছো আকাশের তাঁরা,
ঘুম ভাঙ্গলেই মনে হয়
তুমি রয়েছ দুয়ারে খাড়া।
আমার নেই জানা
তোমার জীবনের কাহিনি,
আকাশে বাতাসে বলছে তাই তো
আমি খাতা কলমে বুনি।
আরও শোনা যাচ্ছে সোনার বাংলায়
তুমিই ছিলে নির্দোষ,
তুমিই ছিলে বীর বাঙালি
শেখ মুজিবুর রহমান
তুমিই ছিলে মা-মাটির মানুষ।
তাই তো আমরা ফিরে পেলাম সোনার বাংলা
আর লাল সবুজের পতাকা,
পেয়েছি যখন ধরেই রাখবো দিয়ে মানবতা
এই মোদের আশা আকাঙ্খা।
#চলনবিলের আলো / আপন