সাতক্ষীরায় অসুস্থ বৃদ্ধ পিতার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার পথে শহরের ইটাগাছা হাটের মোড়ে পুলিশ ছেলেকে দু’ঘণ্টা আটকে রাখায় অক্সিজেনের অভাবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সদর উপজেলার বৈচনা গ্রামে এ ঘটনা ঘটে। করোনা উপসর্গ নিয়ে মৃত ঐ বৃদ্ধর নাম মোঃ রজব আলী মোড়ল (৬৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা। বৃদ্ধ’র ছেলে ওলিউড ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অসুস্থ বৃদ্ধ পিতা। জরুরী অক্সিজেন প্রয়োজন। সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আল ফেরদৌস আলফা’র কাছ থেকে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে যাচ্ছিলাম। বেলা দশটার দিকে ইটাগাছা হাটের মোড় পৌঁছালে তাকে আটক করেন ইটাগাছা ফাঁড়ির এ এস আই সুভাষচন্দ্র। লকডাউনে বাইরে বেরিয়েছে বলে তার কাছে এক হাজার টাকা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে না পারায় তাকে দুই ঘন্টা সেখানে আটকে রাখা হয়। পরে ইটাগাছা এলাকার জনৈক জিয়াউল ইসলামের মধ্যস্থতায় ২০০ টাকা নিয়ে এএসআই সুভাষচন্দ্র তাকে ছেড়ে দেন। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে। বাড়িতে যেয়ে দেখি অক্সিজেনের অভাবে আমার পিতা মারা গেছেন। অশ্রুজলে ঘটনার বিবরণ দিলো অক্সিজেন এর অভাবে মারা যাওয়া পিতার সন্তান ওলিউর ইসলাম। এদিকে পুলিশের ওই এ এস আই সুভাষ চন্দ্রের সাথে কথা বললে তিনি বললেন, দ্রত গতি থাকায় মটরসাইকেল টি থামতে বলি, পরে ওদের কাপতে দেখে বলি গাড়ির কাগজপত্র আছে, তারা না বললে বলি গাড়ি সাইট করেন আর অক্সিজেন সিলিন্ডার ভ্যানে করে নিয়ে জান। যদিও নির্দোষ দাবি নিয়ে বলেন – দাদা কোন কাগজ ও টেলিভিশনে দেখিয়েছে নাকি। এ বিষয়টি চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে সর্ব মহলে। দোষী ব্যক্তিদের তদন্ত পূর্বক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
#চলনবিলের আলো / আপন