বরিশালের আগৈলঝাড়ায় পৃথক স্থানে দুই নারী বিষপান করে অসসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠি গ্রামের নরেণ হালদারের স্কুল পড়ুয়া মেয়ে ঋতু হালদার (১৩) তার মার সাথে ঝগড়া করে ঘরে থাকা কীটনাশক পান করে। পরিবারের লোকজন ঋতু হালদারকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বিশ্বাস মঙ্গলবার রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
অন্যদিকে একইদিন উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের মালয়েশিয়া প্রবাসী আজিজুল পাইকের স্ত্রী এক সন্তানের জননী রাবেয়া বেগম (৩২) পারিবারিক কলহের কারনে ঘরে থাকা কীটনাশক পান করে।
পরিবারের স্বজনেরা রাবেয়াকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বিশ্বাস জানান, কীটনাশক পান করে দুই জনকে পৃথক স্থান থেকে একই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয় এবং অপরজনের অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন