করোনার মধ্যেও থেমে নেই মাদক ব্যবসায়িদের ব্যবসা। করোনা ঝুঁকি মাথায় নিয়ে গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকায় চেকপোষ্ট বসিয়ে ৩শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই সুশান্ত কুমার জানান, গৌরনদী মডেল থানার অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেনের নির্দেশে করোনা ঝুকি মাথায় নিয়ে মঙ্গলবার বরিশাল জেলার উত্তর প্রান্তের প্রবেশ দ্বার ভুরঘাটা এলাকায় চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহন নিয়ন্ত্রন করা হচ্ছিল। ওই দিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবেশী দুই মাদক ব্যবসায়িকে চ্যালেঞ্জ করা হয়। এক পর্যায়ে তাদের দেহ তল্লাশী করে ৩শ পিচ ইয়াবা উদ্ধার করে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মাদারীপুর সদর থানার খোয়াজপুর গ্রামের মৃত মফিজ বেপারীর ছেলে মো. জসীম বেপারী (৩৫) ও বানারীপাড়া থানার কচুয়া গ্রামের জয়নাল বালীর ছেলে ইসলাম বালী (৪৫)।
এঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় গৌরনদী মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে, নং-৪(৬.৭.২১)।
ঘটনার সত্যতা স্বীকার করে ওসি মো. আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়িকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হবে।
#চলনবিলের আলো / আপন