আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পলাশ গাজীর পিতা ও গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সহ-সভাপতি, সাবেক সেনা সদস্য বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা নূর মোহম্মদ গাজী আর নেই, (ইন্নালিল্লাহি…..রাজেউন)। ৭২বছর বয়সে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, নাতি নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ যোহর আস শামস ঈদ গাঁ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এর আগে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা মরহুমের কফিনে শ্রদ্ধা নিবদন শেষে গার্ড অব অনার প্রদান করেন।
মরহুমের নুহের মাগফিরাত কামনা করে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন উপস্থিত থেকে স্থানীয় এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগ কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র পক্ষে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমের জানাজায় উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন