বরিশাল বিভাগে প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ভাঙ্গছে একের পর এক পেছনের রেকর্ড। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ ৪শ ৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা এ যাবৎকালেরও সর্বোচ্চ। এর আগেরদিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৩ জন। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৩ জন।
#চলনবিলের আলো / আপন